ভূমিকা: ব্লগ এমন একটি প্লাটফর্ম যেখানে ফুটে উঠতে পারে একটি সমাজ বা জাতির প্রচ্ছিবি। মত বিনিময়, উন্মুক্ত চিন্তার বহি:প্রকাশ ঘটানোর একটি মাধ্যম হতে পারে একটি ভালো মানের ব্লগ সাইট। আর সে কারণেই ব্লগে লেখার ধরণটা কেমন হওয়া উচিত সে বিষয়ক একটি নীতিমালা থাকা দরকার। নতুন যারা এই ব্লগে লিখতে চান তারা এই নির্দেশনাগুলো অনুসরণ করে নিয়মিত লিখতে থাকলেই তাকে একজন ভালো ব্লগার বা লেখক হিসেবে বিবেচনা করা হবে। যে কেউ সদস্য হয়ে এই ব্লগে লিখতে পারলেও প্রকৃতপক্ষে পোস্টগুলো মডারেশনের পর তা ব্লগে প্রকাশিত করা হবে। কিন্তু একজন ভালো ব্লগার বা লেখক হিসেবে যাদেরকে বিবেচনা করা হবে তারা নিজেদের ব্লগ নিজেরাই বিজিটরদের জন্য উন্মুক্ত করতে পারবেন। এই পদ্ধতিটা ব্লগের ভালোর জন্যই করা হচ্ছে। কারণ সম্পূর্ণ উন্মুক্ত হলে ব্লগের মান অনেক কমে যায়। অনলাইনে জনপ্রিয় কয়েকটি ব্লগ দেখলেই বোঝা যায় এ ধরণের মডারেশন কতোটা জরুরী। সবাই আশা করি বিষয়টা ইতিবাচক হিসেবে নিবেন।
এই ব্লগে লিখতে চাইলে:
ব্লগে যারা লিখতে চান প্রথমেই তাকে রেজিস্ট্রেশন করে এই ব্লগের সদস্য হতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ যে কোন শ্রেণী-পেশার মানুষ এই ব্লগের সদস্য হতে পারবেন। আমরা আশা করবো ব্লগে যারা লিখবেন তারা কোন ছদ্ম নামে নয় বরং নিজ নিজ নামেই লিখবেন।
সদস্য রেজিস্ট্রেশনের পর যদি ব্লগে লেখালেখির কোন রকম নীতিমালার তোয়াক্কা না করেই তাহলে তাদের লেখাতো প্রকাশ করা হবেই না উপরন্তু বার বার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ব্লগ কর্তৃপক্ষ যে কোন সময়ে তার সদস্য পদ বাতিল করার পূর্ণ অধিকার রাখেন। ব্লগে মন্তব্য করার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নেই। যে কেউ ব্লগ পড়তে এবং মন্তব্য করতে পারবেন।